Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মে ২০১৮

আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউট,ফেনী


আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট , ফেনী ১৯৬২-৬৩ সনে ফেনী শহরে একটি ভাড়া বাড়িতে কার্যক্রম শুরম্ন করলেও ২০০৩ সালে ফেনী শহর থেকে ৫ কিলোমিটার দূরে পশ্চিম কাশিমপুরে এর নতুন ভবন নির্মাণ করা হয়। এলাকাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল নামক স্থান থেকে অদূরে অবস্থিত। ঢাকা মহানগরীর সায়েদাবাদ বাস টার্মিনাল হতে ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, রাংগামাটি, বান্দরবান, খাগড়াছড়িগামী যে কোন বাসযোগে অথবা ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনে ফেনী শহরে যাওয়া যায়। ফেনী শহর থেকে বাস, সিএনজি, রিক্সাযোগে কাশিমপুর খুব সহজেই যাওয়া যায়। সমবায় অধিদপ্তরের নন-গেজেটেড কর্মচারীদের জন্য মৌলিক প্রশিক্ষণ, র্রিফেসার্স, অডিট ম্যানুয়াল প্রশিক্ষণ এবং সমবায় সমিতির সদস্যদের জন্য বিভিন্ন রকম আয়-বর্ধক প্রশিক্ষণ এখানে আয়োজন করা হয়ে থাকে। এ প্রতিষ্ঠানে ১৩ জন কর্মকর্তা/কর্মচারী আছেন। চট্টগ্রাম বিভাগের বি-বাড়িয়া ব্যতীত অন্য ১০ টি জেলার প্রশিক্ষণার্থীরা এখানে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। যে কোন প্রয়োজনে প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য-
অধ্যক্ষ
আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, ফেনী
দক্ষিণ কাশিমপুর, ফেনী
ফোনঃ + ৮৮০৩৩১-৬১৮৪১
ইমেইলঃ Principalfeniczi@yahoo.com